January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 12th, 2022, 7:41 pm

সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ান, উইকেট ভুবনেশ্বরের

অনলাইন ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপের ১৫তম আসর আয়োজন করা হয়েছিলো টি-টোয়েন্টি ফরম্যাটেই। গ্রুপ পর্ব থেকে সুপার ফোর পেরিয়ে ফাইনাল। দুর্দান্ত দাপটে এশিয়ার সেরা হয়েছেন শ্রীলঙ্কা। ব্যাটিং-বোলিং বা ফিল্ডিং সব বিভাগেই দলীয় পারফরম্যান্সের মাধ্যমেই শিরোপা জিতেছে এশিয়ার সিংহরা। তবে এশিয়ার কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক বা উইকেটশিকারী কোন জায়গাতেই নেই শ্রীলঙ্কার কারো নাম। এশিয়া কাপের ১৫তম আসরের সর্বোচ্চ রানের মালিক পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান আর টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট তুলে নিয়েছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। টুর্নামেন্টে ৬ ম্যাচের ৬ ইনিংসে ব্যাটিং করে ৩ অর্ধশতকে ২৮১ রান তুলেছেন রিজওয়ান। ৫৬ দশমিক ২০ ব্যাটিং গড়ে তার স্ট্রাইক রেট ১১১ দশমিক ৫৭। রিজওয়ানের অর্ধশতক ছিলো গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে অপরাজিত ৭৮, সুপার ফোরে ভারতের বিপক্ষে ৭১ ও ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ৫৫ রান। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ভারতের বিরাট কোহলি। রিজওয়ানের চেয়ে ১ ম্যাচ কম খেলে ১টি শতক ও ২টি অর্ধশতকে ২৭৬ রান করেছেন কোহলি।৯২ ব্যাটিং গড়ের সাথে কোহলির স্ট্রাইক রেট ১৪৭ দশমিক ৫৯। এদিকে, টুর্নামেন্টের সুপার ফোর থেকেই বাদ পড়া ভারতের পেসার ভুবনেশ্বর কুমারের নামের পাশেই সর্বোচ্চ উইকেট শিকারির তকমা। ৫ ম্যাচের ৫ ইনিংসে ১১ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। ইনিংসে একবার করে চার ও পাঁচ উইকেট নিয়েছেন ভারতের পেসার। সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে ৪ রানে ৫ উইকেট নেন তিনি, এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানে ৩ উইকেট নেন তিনি। টুর্নামেন্টে এটিই তার সেরা বোলিং। ফাইনালেও শ্রীলঙ্কার জয়ে অবদান রাখতে ২৭ রানে ৩ উইকেট নেন হাসারাঙ্গা।
এশিয়া কাপের শীর্ষ পাঁচ ব্যাটাসম্যান:
১/মোহাম্মদ রিজওয়ান(পাকিস্তান)- ২৮১ রান
২/বিরাট কোহলি(ভারত)- ২৭৬ রান
৩/ইব্রাহিম জাদরান(আফগানিস্তান)- ১৯৬ রান
৪/ভানকুা রাজাপাকসে(শ্রীলংকা)-১৯১ রান
৫/পাথুম নিশাঙ্কা(শ্রীলংকা)- ১৭৩ রান
এশিয়া কাপের শীর্ষ পাঁচ বোলার :
১/ভুবনেশ্বর কুমার(ভারত)- ১১ উইকেট
২/হাসারাঙ্গা ডি সিলভা(শ্রীলংকা)- ৯ উইকেট
৩/মোহাম্মদ নাওয়াজ(পাকিস্তান)- ৮ উইকেট
৪/শাদাব খান(পাকিস্তান)- ৮ উইকেট
৫/হারিস রউফ(পাকিস্তান)- ৮ উইকেট