January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 13th, 2022, 7:38 pm

শত কোটির ক্লাবে ‘ব্রহ্মাস্ত্র’

অনলাইন ডেস্ক :

রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তির আগে সিনেমাটি নিয়ে নানা নেতিবাচক প্রচার হলেও বক্স অফিসে এর জয়রথ ছুটেই চলেছে। মুক্তির প্রথম সপ্তাহান্তের আগেই বেশ কিছু রেকর্ড ভেঙেছে এটি। এখন পর্যন্ত সারা দেশে শত কোটি রুপির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার প্রায় ৪১-৪২ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। অন্যান্য ভাষায় ৪ কোটি রুপি আয় করেছে। তিনদিনে বিশ্বব্যাবপি ২৫০ কোটি রুপি (গ্রস) আয় করেছে। ভারতীয় বাজারে এই সংগ্রহ ১২৩ কোটি রুপি (নেট)। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সিনেমাটির পরিচালক আয়ান মুখার্জি জানান, দুই দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬০ কোটি রুপি। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাটি মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে। প্রথমটির নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটিতে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। অতিথি চরিত্রে সুপারস্টার শাহরুখ খানকেও দেখা গেছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা।