অনলাইন ডেস্ক :
গুরুত্বপূর্ণ একটি অভিযানে নেমেছেন ওসি রায়হান। যদিও তাকে দেখতে নায়ক নিরবের মতো লাগে। না, তারা যমজ কেউ নন। নিরব জানান, মঙ্গলবার সকাল থেকে তিনিই ওসি রায়হানের আদলে একটি অভিযান পরিচালনা করছেন মানিকগঞ্জের একটি স্থানে। আর তাকে এই কাজের নির্দেশনা দিচ্ছেন অনন্য মামুন। নিরব বলেন, ‘যে পোশাকটা পরে আছি সকাল থেকে, তাতে নিজেকে অনেক ক্ষমতাধর মনে হচ্ছে! কারণ, আমি এখন ওসি রায়হান চরিত্রে ডুবে আছি। এটি মূলত একটি টিভিসি। মোট পাঁচটি গল্পে সাজানো হচ্ছে এটি। যার মধ্যে একটি গল্পে পুলিশের চরিত্রে অভিনয় করছি আমি।’ একটি গণমাধ্যমের জন্য নির্মাণচলতি এই বিজ্ঞাপনচিত্রে নিরব ছাড়াও অভিনয় করছেন ফারুক আহমেদ, মাসুম বাশার, বড়দা মিঠু প্রমুখ। নির্মাতা অনন্য মামুন জানান, সমাজের নানা পেশার পাঁচটি চরিত্র উঠে আসছে এই নির্মাণের মাধ্যমে। যা শিগগিরই প্রচার শুরু হবে বিভিন্ন মাধ্যমে।
আরও পড়ুন
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির