অনলাইন ডেস্ক :
২০২৩ বিশ্বকাপ পর্যন্ত প্রোটিয়াদের হেড কোচ থাকার কথা ছিল মার্ক বাউচারের। দলও সাফল্য পাচ্ছিল অনেক। কিন্তু আকস্মিক ঘোষণায় জানিয়েছেন, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সরে দাঁড়াচ্ছেন এই পদ থেকে। ইংল্যান্ডের কাছে শেষ টেস্ট হারের পর টিম মিটিংয়ে এই সিদ্ধান্ত জানিয়েছেন বাউচার। ২০১৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকা তার অধীনে খেলছে। এই সময়ে জিতেছে ১১টি টেস্ট। সেসবের মাঝে রয়েছে ভারতের বিপক্ষে এই বছর পাওয়া ২-১ ব্যবধানের স্মরণীয় হোম সিরিজ জয়ও। তাছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত খেলেছে প্রোটিয়ারা। ৫ জয়ে চলে যায় সেমিফাইনাল পর্যন্ত। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপেও এখন তারা দ্বিতীয় স্থানে। এত সফলতার পরেও বাউচারের আকস্মিক এই সিদ্ধান্তে বিস্মিত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী ফোলেটস্কি মোসেকি, ‘আমরা বিস্মিত ও হতবাক। ও আমাদের বলেছে ওর আগ্রহটা এখন অন্য কিছুতে। তবে কৃতজ্ঞ যে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সে দায়িত্বে থাকছে।’ দক্ষিণ আফ্রিকা খুব শিগগিরই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ও হোম সিরিজে অন্তর্বর্তী কাউকে দিয়ে কাজ চালিয়ে নেবে। তার পর স্থায়ীভাবে কাউকে নিয়োগ দেবে।
আরও পড়ুন
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি