অনলাইন ডেস্ক :
অ্যারন ফিঞ্চ অবসর নেওয়ার পর থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটে শুরু হয়েছে নতুন জল্পনা। কে হচ্ছেন ওয়ানডের নতুন অধিনায়ক? সম্ভাব্য তালিকায় বেশ কয়েকজনের নামই শোনা যাচ্ছে। যার মাঝে আছেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, বল টেম্পারিং করে নেতৃত্ব হারানো স্টিভেন স্মিথ এবং তার অপকর্মের দোসর ডেভিড ওয়ার্নার। কিছুদিন আগেও ওয়ার্নার তার নেতৃত্বের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করেছিলেন। এবার জানালেন, তিনি ওয়ানডের অধিনায়ক হতে রাজি। বল টেম্পারিং করে এক বছর নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি দাপটের সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। কিন্তু সমস্যা হলো, নেতৃত্ব গ্রহণে ওয়ার্নারের ওপর আজীবন নিষেধাজ্ঞা দেওয়া আছে। মানে, তিনি আজীবন অস্ট্রেলিয়ার কোনো পর্যায়ের ক্রিকেটেই নেতৃত্বে আসতে পারবেন না। তবু তিনি ওয়ানডের নেতৃত্ব গ্রহণে আগ্রহী। ওয়ার্নার সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, ‘আমার ফোন কাছেই আছে। ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলেই ফোন করতে পারে। যা হওয়ার তা হয়ে গেছে। ভালো বিষয় হলো, বোর্ডে পরিবর্তন এসেছে। আমি সব সময়ই বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে রাজি। যেকোনো বিষয়ে কথা বলতে রাজি। ’ওয়ার্নারের বল টেম্পারিং কেলেঙ্কারির সঙ্গী সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ এ ক্ষেত্রে এগিয়ে আছেন। তার নেতৃত্বে নিষেধাজ্ঞা নেই। প্যাট কামিন্সের অনুপস্থিতিতে একটি টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্বও দিয়েছেন। এবার ওয়ানডে নেতৃত্ব পেলে নেবেন কি না, এমন প্রশ্নের জবাবে স্মিথ বলেছেন, ‘দেখি কী হয়! যদি তারা আমাকে দায়িত্ব নিতে বলে, সত্যি করে বললে আমি আসলে এ মুহূর্তে জানি না কী করব। আমার বয়স হচ্ছে। অবসরের তালিকায় পরবর্তী নামটা তো আমারও হতে পারে। তাই দেখা যাক, কী হয়!’
আরও পড়ুন
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি