অনলাইন ডেস্ক :
চলতি মাসের শেষের দিকে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। সেই দুই ম্যাচের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জামাল-তপুদের। এই সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলেছে জামাল ভুঁইয়ারা। তবে বৃষ্টির কারণে বিপত্তি বেঁধে গেছে নৌবাহিনীর সঙ্গে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নৌবাহিনীর ফুটবল দলের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো জাতীয় দলের। তবে টানা বৃষ্টি রাজধানীর জনজীবনের সঙ্গে প্রভাব ফেলেছে ফুটবলেও। অতিরিক্ত বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে মঙ্গলবারের (১৩ সেপ্টেম্বর) ম্যাচটি। গত কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকেও রাজধানীতে টানা বৃষ্টির প্রভাবে জনজীবনেও এসেছে স্থবিরতা। অতিরিক্ত এই বৃষ্টির ফলে খেলার উপযুক্ত নেই মাঠও। তাই নৌবাহিনীর সঙ্গে প্রস্তুতি ম্যাচটি বাতিল করা হয়েছে। তবে ম্যাচ না হলেও রাজধানীর আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে অনুশীলন করার কথা বাংলাদেশ দলের। অবশ্য এই সপ্তাহে বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবল দলের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলেছে জামাল ভুঁইয়ারা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করতে কম্বোডিয়ার উদ্দেশ্যে আজ বুধবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচটি খেলবে জাভিয়ের ক্যাবরেরার দল। এরপর, ২৭ সেপ্টেম্বর নেপালে দ্বিতীয় প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বিগত অনেকদিন ধরে দেশের জার্সিতে ভালো কোন সাফল্য এনে দিতে পারছেন না জামাল-তপুরা। তাদের এমন পারফরম্যান্সে যারপরানই হতাশ দেশের ফুটবলপ্রেমীসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারাও। সামনের এই প্রীতি ম্যাচ দুটিতে তাদের কাছ থেকে ভালো ফল আশা করছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
আরও পড়ুন
বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশ
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি