January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 14th, 2022, 7:14 pm

দুর্ঘটনায় চলে গেলেন চিত্রগ্রাহক জাহিদ

অনলাইন ডেস্ক :

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন চিত্রগ্রাহক জাহিদ হোসেন। মোটরসাইকেলে কক্সবাজারে যাওয়ার পথে বুধবার (১৪ সেপ্টেম্বর)
সকাল ৬টায় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু হয় তাঁর। জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়াছড়ায় দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি। জাহিদ হোসেনের মৃত্যুতে অন্তর্জালে শোক প্রকাশ করেছেন অনেক নাট্যজন। নাটকের চিত্রগ্রাহক হিসেবে কাজ করতেন জাহিদ। ‘ভালোবাসার কারাগার’, ‘পেয়িং ঘোস্ট’, ‘লিলুয়া’, ‘দ্য লাস্ট হোপ’সহ বেশ কিছু প্রোডাকশনে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন জাহিদ।