অনলাইন ডেস্ক :
কমল হাসান ও বিজয় সেতুপাতি অভিনীত আলোচিত সিনেমা ‘বিক্রম’। লোকেশ কানগারাজ পরিচালিত এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এ পরিচালক থালাপাতি বিজয়কে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। গ্যাংস্টারের গল্প নিয়ে নির্মিত হবে এটি। কয়েক মাস আগে নির্মাতা এই ঘোষণা দেন। এবার জানা গেলো, সিনেমাটিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে। আর এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেবেন ‘কেজিএফ’খ্যাত এই অভিনেতা। পিংকভিলা এ খবর প্রকাশ করেছে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন ‘সিনেমার চিত্রনাট্যে একাধিক শক্তিশালী খলনায়ক রয়েছেন। সেখানে সঞ্জয় দত্তের চেয়ে আর কে উপযুক্ত হতে পারেন! এ বিষয়ে বেশকিছু দিন ধরে সঞ্জয় দত্তের সঙ্গে কথা বলছিলেন লোকেশ; অবশেষে তাকে চূড়ান্ত করেছেন। সিনেমাটির জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন সঞ্জয়।’ নাম ঠিক না হওয়া এ সিনেমায় আরেকটি খল চরিত্রে দেখা যাবে অভিনেতা-নির্মাতা পৃথ্বিরাজকে। আগামী অক্টোবর কিংবা নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলেও সূত্রটি জানিয়েছে।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা