January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 14th, 2022, 7:17 pm

১৩ বছর পর ঢাকায় কবীর সুমন

অনলাইন ডেস্ক :

২০০৯ সালের অক্টোবরে শেষবার ঢাকায় এসেছিলেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। তারপর কেটে গেছে দীর্ঘ ১৩ বছর। বিরতি ভেঙে ফের ঢাকায় আসছেন এই শিল্পী। আগামী অক্টোবরে ঢাকায় আসবেন বরেণ্য এই সংগীত তারকা। ১৯৯২ সালে প্রকাশিত হয় কবীর সুমনের গানের অ্যালবাম ‘তোমাকে চাই’। এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্তি উপলক্ষে ১৫ অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই গান পরিবেশন করবেন কবীর সুমন। এর মধ্যে ১৫ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর গাইবেন আধুনিক বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আবার আধুনিক গান নিয়ে দর্শকদের সামনে মঞ্চে উঠবেন। ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করে একটি গণমাধ্যমে কবীর সুমন বলেনÑ‘১৩ বছর পর ঢাকায় আসছি।’ অনুষ্ঠানের অন্যতম আয়োজক ইশতিয়াকুল ইসলাম খান বলেন, ‘সরকারি অনুমতি পাওয়ার জন্য আমরা আবেদন করেছি, আশা করছি শিগগির অনুমতি পেয়ে যাব।’ দর্শনীর বিনিময়ে টিকিট কেটে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শকরা। টিকিটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি; তবে খুব তাড়াতাড়ি এ বিষয়ে জানানো হবে বলেও জানান ইশতিয়াকুল। ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ শিরোনামের গানের অ্যালবাম প্রকাশের পর শ্রোতাপ্রিয়তার শীর্ষে চলে যান কবীর সুমন। জীবনমুখী বাংলা গানের প্রবর্তক হিসেবে তাকে দুই বাংলার শ্রোতারা সাদরে গ্রহণ করেন। একসময় স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। পরে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ নির্বাচিত হন।