January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 14th, 2022, 7:30 pm

বাংলাদেশের দৃষ্টি এখন সেমিফাইনালে

অনলাইন ডেস্ক :

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মেয়েদের ভারত জয়টা ইতিহাস গড়া। পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়ে যে চমক দেখিয়েছে! ৯০ মিনিটের ম্যাচে একচেটিয়া প্রাধান্য ছিল সাবিনা-কৃষ্ণাদের। ৩-০ গোলে জয়ের পর তাই মাঠে আনন্দ উৎসব করেছে। উৎসবের রেশটা ছিল হোটেলে ফেরার পরেও। তবে সব ভুলে সাবিনাদের ভাবনায় এখন শুধু ‘সেমিফাইনাল’। শুক্রবার ভুটানের বিপক্ষে জিতেই ফাইনালে খেলতে চাইছে লাল সবুজ সেনানীরা। ভারত ম্যাচে জয়ের অন্যতম নায়ক ছিলেন সিরাত জাহান স্বপ্না। করেছেন জোড়া গোল। ৬৩ মিনিটে উঠে না গেলে হয়তো হ্যাটট্রিকও হয়ে যেত। স্বপ্না অবশ্য তা নিয়ে ভাবছেন না। মনোযোগ দিচ্ছেন সেমিফাইনালে। যার প্রস্তুতিও শুরু হয়েছে। বুধবার অনুশীলনের এক ফাঁকে এই স্ট্রাইকার বলেছেন, ‘ম্যাচশেষে আমরা মাঠে উল্লাস করেছি। তবে হোটেলে ফিরে আইস বাথ নিয়ে এখন সেমিফাইনালের প্রস্তুতি নিচ্ছি। কেননা আমাদের লক্ষ্য ফাইনাল।’ শিরোপা মঞ্চে ওঠার লড়াইয়ে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ভুটান। সতর্ক স্বপ্নার কথা, ‘ভুটানকে ছোট করে দেখার কিছু নাই। ওরাও ভালো দল। তাই আগের মতো ভালো খেলা উপহার দিয়ে ফাইনালে জায়গা করে নিতে চাই।’ তবে ভারতের বিপক্ষে জয়টা যে বড় পাওয়া, সেটি মানছেন তিনি, ‘অবশ্যই ভারতের বিপক্ষে জয়টা বড় পাওয়া। এটা বলার অপেক্ষা রাখে না। তারা ভালো দল। ৫ বারের চ্যাম্পিয়ন।’ দলের ডিফেন্ডার শিউলি আজিমও নিজেদের দৃঢ় প্রত্যয়ের কথা উল্লেখ করেছেন এভাবে, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের যে ডিটারমিনেশন ছিল, তা দেখিয়েছি। মাঠে উল্লাস করেছি। তবে গতাকল বুধবার সকাল থেকে সেটি আর নেই। সবার দৃষ্টি এখন সেমিফাইনালে। ভুটান যোগ্যতা দিয়েই এখানে এসেছে। আমরা ফাইনালে খেলতে চাই।’