গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) প্রতিষ্ঠার চতুর্থ বার্ষিকী উপলক্ষে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ দুজন দগ্ধ হয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আবু সায়েম নয়ন জানান, শুক্রবার দুপুরে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান চলছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সামনে বেলুন বিক্রেতা আগুন দিয়ে বেলুন ওড়ানোর চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।
আহতদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা নয়ন।
—ইউএনবি
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৬২৫
মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে আবারও গণপিটুনি, দুই তরুণের মৃত্যু
পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান, জব্দ করল এনবিআর