January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 17th, 2022, 1:53 pm

এবার পুলিশি অ্যাকশনে শাকিব খান

অনলাইন ডেস্ক :

দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান চলচ্চিত্রে গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এবার তাকে দেখা যাবে পুলিশের চরিত্রে। চলতি মাসের শেষের দিকে তিনি পুলিশি অ্যাকশন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন বলে জানা যায়। আগামী বছর সিনেমাটির শুটিং শুরু হবে। এবং বছরের যে কোনো উৎসবে মুক্তি পেতে পারে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। দীর্ঘ ৯ মাস পর যুক্তরাষ্ট্র থেকে গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব খান। ফিরেই নতুন সিনেমা নিয়ে পরিচালক, প্রযোজকের সঙ্গে বৈঠক করেন। এই তালিকায় আছেন ঢাকা অ্যাটাক সিনেমার চিত্রনাট্যকার ও মিশন এক্সট্রিমের পরিচালক সানী সানোয়ার। সম্প্রতি শাকিব খানের সঙ্গে পুলিশি অ্যাকশন সিনেমা নিয়ে বৈঠক করেছেন তিনি। এছাড়া শাকিব খানের ‘মায়া’ সিনেমাটির শুটিং খুব শিঘ্রই শুরু হবে। সিনেমাটি চলতি বছরে অনুদান পায়। এটি নির্মাণ করছেন হিমেল আশরাফ।