অনলাইন ডেস্ক :
প্রকাশ হয়েছে ‘বিউটি সার্কাস’ সিনেমার প্রথম গান ‘বয়ে যাও নক্ষত্র’। সিনেমাটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। ‘বয়ে যাও নক্ষত্র কপাল কিনারায়, বারবার তার প্রেমে বারবার পড়া যায়, হয়ে যাও হয়ে যাও ভোর, সময়ের সার্কাসে কেটে যাক ঘোর’- এমন কথায় চিরকুট ব্যান্ডের নিবেদনে তৈরি হয়েছে ‘বয়ে যাও নক্ষত্র’ গানটি। এটির সংগীতায়োজন করেছেন পাভেল অরিন। গত বৃহস্পতিবার ‘বিউটি সার্কাস’ সিনেমার ফেসবুক পেজ ও ইমপ্রেস টেলিফিল্মের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি। গানের ভিডিও চিত্রে দেখা গেছে, জয়া আহসান, ফেরদৌস, এবিএম সুমনের মন উড়িয়ে নেওয়া সব রোমান্টিক দৃশ্য। গানটি প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি বলেন, গানটি সাড়ে তিন বছর আগে লেখা। নির্মাতা মাহমুদ দিদার হয়ত এমন একটি গানই চেয়েছিলেন আমাদের কাছে। আমরা চিরকুট এর আগে বেশকিছু চলচ্চিত্রের জন্য গান করেছি। প্রতিটি গানেই চেষ্টা করেছি সুবিচার করতে। তিনি আরও বলেন, এই গানটি আমাদের বেশ পছন্দ হয়ে গেছে। আশা করছি, শ্রোতারাও গানটি শুনবেন এবং চলচ্চিত্রটি উপভোগ করতে সিনেমা হলে যাবেন। সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’। আগামী শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি শুরু হয় সরকারি অনুদানের সিনেমা বিউটি সার্কাসের শুটিং। অর্থ সংকটের কারণে শুটিং শেষ করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয় নির্মাতাকে। অবশেষে ১০ সেপ্টেম্বর বহুল আলোচিত ও প্রতীক্ষিত চলচ্চিত্র বিউটি সার্কাসের ট্রেলার প্রকাশ্যে আসে। জানানো হয় মুক্তির তারিখ।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা