অনলাইন ডেস্ক :
ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা জানান, রোববার সকাল সোয়া ৯টার দিকে ট্রেনটির মালবাহী একটি বগি শম্ভুগঞ্জ এলাকায় লাইচ্যুত হয়, খবর বিডি নিউজ ২৪ ডটকমের।
ফলে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, নেত্রকোণা-জারিয়ার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। লাইন বন্ধ হয়ে যাওয়ায় নেত্রকোণা থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে এবং ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে বলে জানান উপ-পরিদর্শক মুক্তা।
তিনি বলেন, লাইনচ্যুত বগিটি সরিয়ে ট্রেন চলাচল শুরু করতে কাজ চলছে।
এর আগে শনিবার দুপুরে জারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত