অনলাইন ডেস্ক :
আর্জেন্টিনার একটি অগভীর হ্রদের পানির রঙ পাল্টে হয়ে গেছে উজ্জ্বল গোলাপি। পরিবেশবিদরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কেন এমনটা ঘটল তা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, দূষণের কারণে হ্রদের পানির রঙ পরিবর্তন হয়ে থাকতে পারে।
আর্জেন্টিনার পাতাগোনিয়ার ত্রেলেও শহরে দুটি হ্রদের পানির রঙ হঠাৎ করেই হয়ে গেছে গোলাপি। দুই হ্রদেই পানির স্বাভাবিক রঙ পাল্টে এমন হয়েছে।
এজন্য পার্শ্ববর্তী শিল্পাঞ্চল থেকে ছড়ানো বর্জ্যকে দায়ী করছেন স্থানীয় পরিবেশবিদরা। কারখানার বর্জ্যের সঙ্গে মিশে থাকা সোডিয়াম সালফাইট চুবুত নদীর পানিকে দূষিত করছে। সেই পানি প্রবাহিত হয়ে যাচ্ছে করফো হ্রদসহ এলাকার অন্যান্য স্থানেও।
পরিবেশবিদরা বলছেন, চিংড়ি চাষের জন্য ব্যবহৃত সোডিয়াম সালফাইট মিশে পানির রঙ গোলাপি হয়ে যাচ্ছে। এতে হ্রদে থাকা জলজ প্রাণির সুরক্ষা নিয়ে উদ্বেগে আছেন তারা।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম