January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 19th, 2022, 2:24 pm

রংপুরে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর পুলিশ লাইনস মাঠের কল্যাণ শেডে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা উপকরণ বিতরণ করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক ) সভানেত্রী জীশান মীর্জা। শিক্ষা উপকরণ বিতরণ শেষে তিনি পুলিশ লাইনস পুকুর পাড়ে হাড়িভাঙা আমের চারা রোপণ করেন। এরপর নবনির্মিত পুনাক কমপ্লেক্স ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে সই করেন। এ সময় পুনাক সভানেত্রী রংপুর পুনাকের গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
পরে তিনি রংপুরের মিঠাপুকুরে মনিজা বেওয়া (৮০) নামের এক অসহায় বৃদ্ধা ও তার নাতনি আঁখি খাতুনকে কৃষিজমি বন্ধকের কাগজ এবং খাদ্যসামগ্রী প্রদান করেন। বৃদ্ধা মনিজা ও তার নাতনির অসহায়ত্বের কথা জানতে পেরে তাদের দিকে সহযোগিতার হাত বাড়ান পুনাক সভানেত্রী।
এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পুনাকের রংপুর রেঞ্জ সভানেত্রী জেসমিন মাহমুদ, পুনাকের রংপুর সভানেত্রী সোনিয়া আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।##