January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 20th, 2022, 7:26 pm

কাশ্মীরে হামলা প্রসঙ্গে মুখ খুললেন হাশমি

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি তাঁর পরবর্তী প্রজেক্ট ‘গ্রাউন্ড জিরো’ ছবির শুটিংয়ে ব্যস্ত। ‘গ্রাউন্ড জিরো’ শুটিংয়ের জন্য গত মাসেই কাশ্মীরে গেছেন ইমরান। সেখানেই গত কয়েক সপ্তাহ ধরে শুটিং চলছে তাঁর। সম্প্রতি সেখানেই নাকি আহত হয়েছেন ইমরান। ১৮ সেপ্টেম্বর সংবাদ এএনআইয়ের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছিল যে গত সোমবার বিকেলে কাশ্মীরের পাহালগামে এক চলচ্চিত্রের ক্রুদের লক্ষ্য করে প্রায় ১৫ জন দুষ্কৃতকারী ক্রমাগত পাথর ছুড়ে হামলা চালায়। পরে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এমনকি পাহলগাম থানায় একটি অভিযোগও দায়ের করা হয়। আর হিসাব অনুযায়ী তখন নাকি ইমরানের ছবিরই শুটিং চলছিল, এবং দুষ্কৃতকারীদের পাথর ছোড়ার কারণে মারাত্মক আহত হন ইমরান। কিন্তু এটা সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন নায়ক নিজেই। অভিনেতা মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) টুইটারে গিয়ে সম্পূর্ণ ঘটনার ব্যাখ্যা করে জানান যে ‘কেন এ ধরনের প্রতিবেদনগুলো তৈরি করা হয়, যার কোনো সত্যতা নেই। কাশ্মীরের জনগণ খুবই উষ্ণতা দিয়ে স্বাগত জানিয়েছে তাঁদের, শ্রীনগর এবং পাহলগামে পরম আনন্দের সঙ্গে শুটিং করছি আমরা। পাথর ছোড়ার ঘটনায় আমি আহত হয়েছি, এই খবরটি সম্পূর্ণ ভুল। ‘তবে ইমরান তার ছবির কলাকুশলীদের আহত হওয়ার বিষয়ে কিছু জানাননি। অভিনেতার ভক্তরা উদ্বেগ প্রকাশ করে টুইটের প্রতিক্রিয়া জানিয়ে কেউ কেউ বলেছেন যে আপাতত খুশি যে তিনি নিরাপদ। তাদের একজন লিখেছেন, ‘খুশি আপনি ঠিক আছেন। নিজের যতœ নিন, টুইট করতে থাকুন। ‘অন্য একজন মন্তব্য করেছেন, ‘আল্লাহকে ধন্যবাদ! এটা ভুল খবর ছিল। নিরাপদে থাকুন বস। ‘