January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 1st, 2021, 7:46 pm

সোনু নিগমের সঙ্গে ডিনারে সৃজিত-মিথিলা

অনলাইন ডেস্ক :

রাফিয়াত রশিদ মিথিলা এই মুহূর্তে রয়েছে ভারতে। স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে বেশ দুর্দান্ত সব সময় কাটাচ্ছেন। লকডাউনে দেশে আটকা পড়লেও ওপারে গিয়েছেন বিশেষ ব্যবস্থায়। এখন স্বামীর সঙ্গে বেশ ভালো সময় কাটাচ্ছেন বলেই সোশ্যাল হ্যান্ডেল মারফত জানা যায়। গত রাতেই বলিউডের অসম্ভব জনপ্রিয় কণ্ঠশিল্পী সোনু নিগমের সঙ্গে আড্ডা ও ডিনার সারলেন। সে কথা অবশ্য মিথিলা নিজে জানাননি। জানালেন সৃজিত মুখার্জি। ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন যেখানে সস্ত্রীক সোনু নিগম ও সৃজিত-মিথিলা দম্পতিকে দেখা যায়। বেশ আড্ডামুখর সময় ও সুস্বাদু খাবার দিয়ে ডিনার করেছেন বলে জানালেন পোস্টে। তবে কার পক্ষ থেকে এই ডিনার ছিল বোঝা যাচ্ছে না। হতেও পারে সোনু নিগমের আমন্ত্রণ ছিল এটা। অতিথি ছিলেন মিথিলা-সৃজিত। গতমাসে কাঁটাতার পেরিয়ে সৃজিতের কাছে ফিরেছেন মিথিলা ও আইরা, দীর্ঘ ১০০ দিন পর দেখা হল সৃজিলার। করোনা মহামারির জেরে বন্ধ ভারত-বাংলাদেশ সীমান্ত। কর্মসূত্রে নিজের দেশে গিয়ে আটকে পড়েছিলেন মিথিলা। অবশেষে বিশেষ অনুমতি নিয়ে আজ শ্বশুরবাড়িতে গেছেন মিথিলা, সঙ্গী অবশ্যই আইরা। বাংলাদেশি অভিনয়শিল্পী মিথিলার সঙ্গে ভারতের পরিচালক সৃজিতের রেজিস্ট্রি বিয়ে হয় ২০১৯ সালের ৬ ডিসেম্বর। বিয়ের বিষয়টি শুরুতে তাঁরা দুজনেই গোপন রেখেছিলেন। এরপর কলকাতা শহরে এ বছরের ২৯ এপ্রিল বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপরই সৃজিত ‘কাকাবাবু’ সিরিজের তৃতীয় ছবির কাজে আফ্রিকা চলে যান। মিথিলা ফিরে যান বাংলাদেশে। ঠিক ছিল সৃজিত দেশে ফিরলে আবার ভারতে আসবেন মিথিলা। কিন্তু সৃজিত দেশে ফেরার পর শুরু হয়ে যায় লকডাউন। তাই সাড়ে পাঁচ মাস দুজন দুজনের কাছ থেকে আলাদা ছিলেন।