জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে দল সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার মডেল থানাধীন শম্ভুগঞ্জ পূর্ববাজার মেইন রোডস্থ আকন্দ প্লাজার অন্তর্ভূক্ত জনৈক মোঃ মহসিন (৩৪) এর সাহাবী পাঞ্জাবী টেইলার্স এন্ড বস্ত্রালয়ের সামনে নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের উপর হতে ধৃত আসামী সবুজ মিয়া (৫০), মোকারম হোসেন ইমন (১৯), মোঃ মোস্তাকিম আহমেদ (১৮), কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত মোট তিরানব্বই বোতল বিদেশী মদ এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিদেশী মদ অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের মুখে ধাবিত করতেছে। ধৃত আসামীরা বিশেষ ক্ষমতা আইন- ১৯৭৪ এর ২৫-খ (২) ধারার অপরাধ করেছে। এব্যাপারে র্যাব বাদী হয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করে। র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের প্রেস রিলিজে জানানো হয়।
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫