January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 21st, 2022, 8:03 pm

চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, অথচ হুমায়ূন সাধু নেই

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম থেকে একবুক স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন হুমায়ূন সাধু। স্বপ্নটা ছিল চলচ্চিত্রকে ঘিরে। স্কুলজীবন থেকে প্রচুর চলচ্চিত্র দেখতেন। টাকা না থাকায় বিনা মূল্যে চলচ্চিত্র দেখার জন্য চট্টগ্রামের ফিল্ম ক্লাবে ভর্তি হয়েছিলেন। হুমায়ূন সাধু নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে আসেন। ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রের সাথে যুক্ত থেকে মিডিয়ায় পথচলা শুরু করেন। নাটক পরিচালনা করেছেন, করেছেন অভিনয়। সর্বশেষ অভিনয় করেছিলেন ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রে। এই চলচ্চিত্র মুক্তি পাচ্ছে, অথচ হুমায়ূন সাধু নেই। হুমায়ূন সাধু চলে গেছেন প্রায় তিন বছর হতে চলল। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর হুমায়ুন সাধুর ব্রেন স্ট্রোক হয়। ওই সময় তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর সাধু মারা যান। আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে ‘বিউটি সার্কাস’। এই সিনেমাটি হুয়ায়ূন সাধুকে উৎসর্গ করা হয়েছে বলে জানালেন নির্মাতা মাহমুদ দিদার। এই ছবিতে সাধুকে দেখা যাবের স্যাম চরিত্রে। হুমায়ূন সাধুর কণ্ঠ দিয়েছেন কবি অব্রাহাম তামিম। সার্কাসকন্যার টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। এর মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এ ছাড়াও গাজী রাকায়েত, ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ অভিনয় করেছেন।