জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়ায় আরডিআরএস বাংলাদেশ এর টিএলজিবিডব্লিউএজি প্রজেক্টের আয়োজনে বুধবার (২১ সেপ্টেম্বর) গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ ও জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাসে সিএমপিসি এবং কমিউনিটি লিডারদের সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞার সভাপতিত্বে সভায় অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ইউএনওর প্রতিনিধি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার রেলিজা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, এসআই আব্দুস ছালাম। টিএলজিবিডব্লিউএজি প্রজেক্টের রিহেবিলেটশন অফিসার মসিউর রহমানের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন প্রজেক্টর প্রোগ্রাম ম্যানেজার ফরিদা ইয়াসমিন, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রোকন উজ্জামান, কাজী আব্দুল ওয়াহাব প্রমূখ। টিএলজিবিডব্লিউএজি প্রজেক্টের উপজেলা ফিল্ড ফেসিলিটেটর রসরাজ কুমার রায়সহ সভায় কাজী, ইমাম, পুরোহিত, শিক্ষক, সিএমপিসি এবং কমিউনিটি লিডার উপস্থিত ছিলেন।
গঙ্গাচড়ায় জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাসে সভা অনুষ্ঠিত

আরও পড়ুন
মুন্সিগঞ্জে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫
ধানের শীষে ভোট দিলে বাংলাদেশ জিতবে: জয়নুল আবেদীন
রংপুরে টেবিল টেনিস প্রতিযোগিতা’র উদ্বোধন