নিজস্ব প্রতিবেদক, রামগড় :
খাগড়াছড়ির রামগড়ে সুবিধা বঞ্চিত দুর্গম পাহাড়ি এলাকার প্রায় ২৫০ জন দুস্থ গ্রামবাসিকে ৪৩ বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হয়েছে। বুধবার(২১ সেপ্টেম্বর) উপজেলার রামগড় ইউনিয়নের দুর্গম বৈদ্যপাড়া পাহাড়ি গ্রামের সুবিধা বঞ্চিত দু:স্থ ও অসহায় মানুষগুলো বিজিবির এ চিকিৎসা সেবা পেয়ে দারুণ খুশি।
বৈদ্যপাড়া প্রাইমারি স্কুলে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাস্পেইনে বুধবার সকাল থেকে আশেপাশের দুর্গম প্রত্যন্ত এলাকার বিভিন্ন বয়সের রোগাক্রান্ত নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও ওণুধপত্র নিতে উপস্থিত হন। বৈদ্যপাড়া সিআইও ক্যাম্পের ব্যবস্থাপনায় সুশৃঙ্খলতা বজায় রেখে আগত লোকজনদের যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্র দেয়া হয়। বিজিবির মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন মো: আশিকুর রাহমান চিকিৎসা দেন।
এরআগে বুধবার সকালে ৪৩ বিজিবির পরিচালক ও রামগড় জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: হাফিজুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় সহকারি পরিচালক(এডি) রাজু আহমেদসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি কর্মকতারা উপস্থিতি ছিলেন।
মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধনকালে জোন কমান্ডার লে.কর্নেল মো: হাফিজুর রহমান বলেন,’ পাহাড়ে শান্তি ও সম্প্রীতি কর্মসূচির আওতায় এখানকার সুবিধা বঞ্চিত দুর্গম এলাকার অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় রামগড় জোন কর্মহীন দরিদ্র মানুষের আর্তকর্মসংস্থানের জন্য সেলাই ও কম্পিউটার প্রশিক্ষনদানসহ মানবিক ও জনকল্যাণকর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, মাদকসহ সকল চোরাচালন প্রতিরোধ এবং অন্যান্য সীমান্ত অপরাধ দমনে ৪৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‘ তিনি বলেন, উন্নয়নের পূর্বশর্ত শান্তি ও সম্প্রীতি। কাজেই এ শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সকলকে আন্তরিকভাবে ভুমিকা রাখতে হবে।
রামগড়ে দুর্গম পাহাড়ি গ্রামে দুস্থ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিল বিজিবি

আরও পড়ুন
সোনাইমুড়ীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
কুলাউড়ায় সভাপতির পদত্যাগ নিয়ে চা-শ্রমিকদের উত্তেজনা!
বর্তমান সরকার আওয়ামী স্বৈরাচারী সরকারের চাইতে বড় স্বৈরাচার- কাদের সিদ্দিকী