November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 23rd, 2022, 7:51 pm

কম্বোডিয়া উপকূলে নৌকাডুবি, ২৩ চীন নাগরিক নিখোঁজ

অনলাইন ডেস্ক :

কম্বোডিয়ার উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ২৩ চীনা নাগরিক নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ সেপ্টেম্বর)
একজন কম্বোডিয়ার কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রাদেশিক মুখপাত্র খেয়াং ফেয়ারম বলেন, ৪১ জন চীন নাগরিককে নিয়ে যাওয়ার সময় নৌকাটি গত বৃহস্পতিবার সিহানুকভিলের কাছে ডুবে যায়। পরে নৌকা থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খেয়াং ফেয়ারম আরও বলেন, ‘পুলিশ যাদের উদ্ধার করেছে তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং অন্যান্যের অনুসন্ধান অব্যাহত রয়েছে। আমরা নিখোঁজ ২৩ জনকে খুঁজছি।’ প্রাদেশিক পুলিশ প্রধান চুওন নারিনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ফ্রেশ নিউজ জানায়, ওই গ্রুপে থাকা এক ব্যক্তি পুলিশকে জানিয়েছে, তারা গত ১১ সেপ্টেম্বর চীনের গুয়াংডং প্রদেশের একটি বন্দর থেকে স্পিডবোটে করে রওনা হয়েছিলেন। এর এক সপ্তাহ পরে আন্তর্জাতিক জলসীমায় দুই কম্বোডিয়ান ক্রু সদস্যের সঙ্গে তাদের একটি কাঠের নৌকায় তুলে দেওয়া হয়েছিল। পরে নৌকাটি ভেঙে পানিতে ডুবে যেতে শুরু করে। চুওন নারিন আরও জানান, কাছাকাছি থাকা একটি মাছ ধরার নৌকা এসে তাৎক্ষণিকভাবে দুই কম্বোডিয়ানকে তুলে নেয় এবং বাকিদের ফেলে রেখে চলে যায়।