অনলাইন ডেস্ক :
এবার প্রযোজনায় নাম লেখালেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস বলেন, প্রযোজনায় এসে মোটেও ভয় পাচ্ছেন না। বরং দায়িত্ববোধ কাজ করছে। সবাই এতোবেশি সাপোর্ট করছে যে ভয়ের কিছু টেরই পাচ্ছি না। বছর দুয়েক আগে একটি ছবি করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন অপু বিশ্বাস। তিনি ‘চলচ্চিত্র বোঝেন না’ এমন কথাও শুনেছিলেন! তখন অপুর মা বেঁচে ছিলেন। মেয়ের নামে অন্যের মুখে এই কথা শুনে সম্মানে লাগে অপুর প্রয়াত মায়ের। মায়ের ইচ্ছেপূরণ করতেই মূলত অপুর প্রযোজনায় আসা। ৬৫ লাখ টাকা সরকারী অনুদান পাওয়া অপু বিশ্বাসের প্রথম প্রযোজিত ছবির নাম ‘লালশাড়ি’। পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে ছবির জমকালো মহরত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সাইমন সাদিক, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, নিপুণ, পরিচালক বন্ধন বিশ্বাস, মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, গাজী মাহাবুব, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা প্রমুখ। মহরতের শুরুতে সন্ধ্যায় অপু বিশ্বাস তার প্রয়াত বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু। মোমবাতি জ্বালিয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মা-বাবাকে স্মরণ করেন জনপ্রিয় এ চিত্রনায়িকা। অপু বিশ্বাস বলেন, আমি মনে করি, যে কোনো সফল মানুষের পেছনে তার মায়ের অবদান থাকেই। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মা সবসময় চাইতেন, প্রযোজক হিসেবে যেন আমার শুরুটা অনুদানের সিনেমা দিয়ে হয়। সেটাই হলো। অথচ মা আর আমার সঙ্গে নেই। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় চলচ্চিত্র’ নামটিও মা দিয়েছেন। আমি জানি, তিনি না থেকেও আমার সঙ্গেই আছেন। অপু বিশ্বাস প্রযোজিত লাল শাড়ি ছবির নায়ক সাইমন সাদিক। তিনি বলেন, আমাদের ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে এই ছবি। হারানো ঐতিহ্য তাঁত শিল্প এই সিনেমার প্রাণ। গ্রামীণ প্রেক্ষাপটের একটি অসাধারণ গল্প এটি। অপু বিশ্বাস ও বন্ধন বিশ্বাসের প্রতি আমি বিশ্বাস করেছি, আপনারাও বিশ্বাস করুন- আমরা একটা অসাধারণ ছবি উপহার দিতে যাচ্ছি। পরিচালক বন্ধন বিশ্বাস জানান, নভেম্বর মাসের শুরুতে মানিকগঞ্জে লাল শাড়ি ছবির শুটিং হবে। আগামী বছরে ছবিটি মুক্তি দেয়া হবে।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা