অনলাইন ডেস্ক :
বিশ্বকাপ শুরু হতে বাকি নেই আর দুই মাসও। এ সময় বড় কোনো চোট ছোবল দিলে শেষ হয়ে যেতে পারে স্বপ্নের টুর্নামেন্ট। ভার্জিল ফন ডাইকের তো আগে সেই অভিজ্ঞতাও আছে। তবে অতীতের সেই তিক্ত স্মৃতি পিছু টানছে না তাকে। লিভারপুলের এই ডাচ ডিফেন্ডার বললেন, বিশ্বকাপ সামনে বলে চোট থেকে নিজেকে বাঁচানোর ভাবনায় ডুবে নেই তিনি। গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডস লড়াই করলেও তাদের সেই অভিযানের অংশ ছিলেন না ফন ডাইক। হাঁটুর চোটে আগেই মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। এবার বিশ্বকাপ দিয়ে তার সামনে হাতছানি ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টে খেলার। আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। তার আগে আছে ক্লাবের ঠাসা সূচি। তবে বৈশ্বিক আসরে খেলা নিশ্চিত করতে মাঝের সময়ে সাবধানতা অবলম্বন করে খেলার চিন্তা করছেন না ফন ডাইক। আগাম চোট শঙ্কাও পেয়ে বসেনি তাকে। নেশন্স লিগে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে রোববার বেলজিয়ামের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ম্যাচটিতে হার এড়ালেই চার দলের ফাইনালস নিশ্চিত করবে তারা। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে দলটি। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম। এই হাইভোল্টেজ ম্যাচের আগের দিন চোট-শঙ্কা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের ভাবনা জানান ৩১ বছর বয়সী সেন্টার-ব্যাক। “এটা নিয়ে কিছু ভাবিনি। এই দুই মাসে ১৩টি ম্যাচ আছে বটে। তবে এই ম্যাচগুলোও তো আমাদের খেলতে হবে। এই বিষয়ে বেশি দুশ্চিন্তা করলেই বরং চোটে পড়ার শঙ্কা থাকে।” গ্রীষ্মে কাতারের প্রচ- গরমের কথা চিন্তা করেই দেশটিতে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে শীতকালীন সময়ে। যা ইউরোপীয় ফুটবল মৌসুমের মাঝামাঝি। বিশ্বকাপের বছরে খেলোয়াড়দের চোট শঙ্কা পেয়ে বসতে পারে কিংবা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে তারা নিজেকে বাঁচিয়ে খেলতে পারে, কাতার বিশ্বকাপের সূচি হওয়ার পর থেকেই এমন নানা আলোচনা হয়ে আসছে। তবে ফন ডাইক সেসব না ভেবে সবসময়ের মতো মাঠে নিজের সর্বোচ্চটা দিতে চান। “আমি জয়ের জন্যই মাঠে নামি। লিভারপুলে আমরা এমন এক অবস্থায় আছি, যেখানে আমাদের জিততেই হবে। ক্লাবে ফেরার পর আগামী সোমবার থেকে সেটাই হবে মূল লক্ষ্য।” আন্তর্জাতিক ফুটবলে ২০১৫ সালে অভিষেকের পর থেকে জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৪৮টি ম্যাচ খেলেছেন ফন ডাইক। তবে ২০১৬ ইউরো ও ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব পার হতে ব্যর্থ হয়েছিল ডাচরা।
আরও পড়ুন
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম