Monday, September 26th, 2022, 12:32 pm

একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত ২ লাখ ৫৩ হাজার ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

একদিনে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫৩ হাজার ৬৩০। বৈশ্বিক ডাটা অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি দুই লাখ ৫৩ হাজার ৮৩৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৫ লাখ ৪০ হাজার ৩৩৯ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৭৯ লাখ পাঁচ হাজার ৯১৫ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮১ হাজার ৭১৫ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৫ লাখ ৬৮ হাজার ১১৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৫১০ জনে।