ইডেন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
রবিবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একই সঙ্গে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কলেজ শাখা ছাত্রলীগের ১৬ জন নেতাকর্মীকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
শনিবার মধ্যরাতে এবং রবিবার বিকালে ইডেন কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
রবিবার, দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আট জন আহত হয়।
—ইউএনবি
আরও পড়ুন
ফরিদা পারভীন আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন
কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি মারা গেছেন
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট