অনলাইন ডেস্ক :
রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহর ইঝেভস্কের এক স্কুলে বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত ১৩ জন নিহত ও অনেকে আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিহতদের মধ্যে স্কুলটির ৭ শিশু শিক্ষার্থীও আছে বলে জানিয়েছে বিবিসি। বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। হামলার মোটিভ অস্পষ্ট। জরুরি বিভাগের কর্মকর্তারা এখন ঘটনাস্থলে অবস্থান করছেন। রাশিয়ার গণমাধ্যমে এ ঘটনা নিয়ে প্রকাশিত বেশ কিছু ভিডিওতে গুলির সময় স্কুলভবনের ভেতরে যে আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা দেখানো হয়েছে। কিছু কিছু ফুটেজে একটি শ্রেণিকক্ষের ভেতরে রক্ত এবং জানালায় বুলেটের গর্তের পাশাপাশি আতঙ্কিত শিশুদের ডেস্কের নিচে গুটিশুটি মেরে লুকিয়ে থাকতেও দেখা গেছে। নিহতদের মধ্যে দুই শিক্ষক এবং দুই নিরাপত্তারক্ষীও আছেন বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। কর্মী এবং শিশু শিক্ষার্থীদেরকে স্কুল ভবন থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় এক এমপি বলেছেন, বন্দুকধারীর হাতে দুটি পিস্তল ছিল। বন্দুকধারী বালাকলাভা (চোখ ছাড়া মুখম-ল ও ঘাড় ঢেকে রাখা কাপড়) পরা ছিলেন, তার গায়ে যে টি শার্ট ছিল, তাতে নাৎসি প্রতীকও মিলেছে বলে জানিয়েছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। এ হামলার ঘটনায় ওই অঞ্চলে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শোক ঘোষণা করা হয়েছে। যে স্কুলে হামলা হয়েছে, সেটি ৬ লাখ ৫০ হাজার বাসিন্দার ইঝেভস্ক শহরের কেন্দ্রে অবস্থিত, এর কাছেই একাধিক সরকারি ভবন আছে।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
মাদুরোর মতো পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর