জেলা প্রতিনিধি, শেরপুর :
শেরপুরে জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে । সোমবার (২৬ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাাহেলা আক্তার।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করলেও বাছাইকালে ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায় । বৈধ প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগ মনোনীত এ্যাডভোকেট চন্দন কুমার পাল পেয়েছেন আনারস , জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান পেয়েছেন মোটর সাইকেল এবং স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া বিষু পেয়েছেন চশমা প্রতীক। অপরজন জাতীয় পার্টির ইলিয়াছ উদ্দিন ঋণখেলাপী হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইদিন সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের মাঝেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মো. শানিয়াজ্জামান তালুকদার, জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন
গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর র্যালি অপপ্রচার করে জামায়াতে ইসলামী কে জনগন থেকে বিচ্ছিন্ন করা যাবে না: অধ্যাপক মাওঃ আবুল হোসাইন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রংপুর নানা কর্মসূচী পালিত হয়
ফেনীতে বিএনপির গণঅভ্যুত্থান দিবসের র্যালিতে দুপক্ষের সংঘর্ষ