অনলাইন ডেস্ক :
ফেরদৌস ও পূর্ণিমা জুটি আবারও একসঙ্গে নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘আহারে জীবন’। সিনেমাটি নির্মাণ করবেন ছটকু আহমেদ। এরইমধ্যে সিনেমাতে অভিনয়ের জন্য দুজন চুক্তিবদ্ধও হয়েছেন। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস আহমেদ বলেন, ‘আজ থেকে পঁচিশ বছর আগে ছটকু ভাইয়ের সিনেমা ‘বুকের ভেতর আগুন’-এ অভিনয় করেছিলাম। আমাদের সবার প্রিয় সালমান শাহ’র অকাল প্রয়াণে এই সিনেমায় তারই চরিত্রে আমার স্থলাভিষিক্ত হয়েছিল। এরপর আর কোনোদিন ছটকু ভাইয়ের সিনেমায় কাজ করা হয়ে ওঠেনি। দীর্ঘ বিরতির পর তার সিনেমায় কাজ করা হচ্ছে। বিষয়টি নিয়ে আমি খুব উচ্ছ্বসিত। এ ছাড়া এই সিনেমায় আমার সহশিল্পী হিসেবে আমার খুব ভালো বন্ধু পূর্ণিমাও আছে। সেটাও আমার বিশেষ ভালোলাগা।’ পূর্ণিমা বলেন, ‘ফেরদৌস ও ছটকু ভাইয়ের আগ্রহেই মূলত এই সিনেমায় অভিনয় করা। আর ছটকু ভাই প্রবীণ গুণী চলচ্চিত্র নির্মাতা। সিনেমাটি সরকারি অনুদানের। সব মিলিয়েই সিনেমাটিতে কাজ করা। গল্পটা ভালো লেগেছে। আশা করছি সবকিছু ঠিকমতো হলে একটি ভালো সিনেমা পাবেন দর্শক।’ নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ফেরদৌস-পূর্ণিমা জুটির ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ শিগগিরই মুক্তি পাবে।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা