January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 29th, 2022, 7:42 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাকে নিয়ে আশঙ্কা

অনলাইন ডেস্ক :

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে কুড়ি ওভারের বৈশ্বিক লড়াই। এই টুর্নামেন্টের আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। তাদের মূল স্ট্রাইক বোলার জসপ্রিত বুমরা পুরনো পিঠের ইনজুরিতে পড়েছেন। আশঙ্কা করা হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে নাও পেতে পারে ভারত! ভারত এখন টি-টোয়েন্টি সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই সিরিজের অংশ হিসেবে দলের সঙ্গে বেঙ্গালুরুতে গিয়েছেন বুমরা। সেখানে তার স্ক্যানও করা হয়েছে, এখন সেটির ফলাফলের অপেক্ষায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ডানহাতি এই পেসার পিঠের চোটের কারণে খেলতে পারেননি এশিয়া কাপে। তবে অস্ট্রেলিয়া সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সিরিজের দলেও আছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে ফিরে পারফরম্যান্স মন্দ করেননি তিনি। তবে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতির সময় আবারও পিঠের চোটে পড়েছেন বুমরা। যে কারণে সফরকারীদের বিপক্ষে বুধবারের ম্যাচে তিনি ছিলেন না এই পেসার। বিসিসিআই এই তথ্য জানালেও ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর ভিন্ন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তারা বিসিসিআইয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ছেপেছে, বিশ্বকাপ মিস করছেন বুমরাহ। বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেছেন, ‘বুমরা যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারছে না, এটা নিশ্চিত। তার পিঠের অবস্থা খুবই খারাপ।’ একই সঙ্গে ওই কর্তা এটাও বলেছেন, ‘ছয় মাসের জন্য ছিটকে যেতে পারে বুমরা।’