অনলাইন ডেস্ক :
জনপ্রিয় অভিনেতা প্রভাস। দীর্ঘ প্রতীক্ষার পর তার ‘আদিপুরুষ’ সিনেমার লুক প্রকাশ করলেন নির্মাতারা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আদিপুরুষ’ সিনেমার ফার্স্ট লুক পোস্টারটি প্রকাশ করেন প্রভাস। এতে তাকে রাম রূপে দেখা গেছে। পোস্টারে হাঁটু মুড়ে আকাশের দিকে তীর তাক করে আছেন এই অভিনেতা। ক্যাপশনে প্রভাস জানিয়েছেন, আগামীকাল রোববার সন্ধ্যায় ‘আদিপুরুষ’ সিনেমার নতুন পোস্টার ও টিজার প্রকাশ করা হবে। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতী স্যাননকে। ‘আদিপুরুষ’ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। তিন ভাগে সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। আগামী বছর ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা