January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 2nd, 2021, 5:59 pm

প্রকাশ্যে প্রেমিকের সঙ্গে মধুমিতার অবকাশ যাপনের ছবি

অনলাইন ডেস্ক :

স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। ২০১৯ সালের শেষের দিকে সৌরভ চক্রবর্তী-মধুমিতার বিবাহবিচ্ছেদ হয়। এদিকে বেশকিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনেতা সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মধুমিতা। যদিও বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন এই যুগল। মধুমিতা-সৌরভ দাসের প্রেমের গুঞ্জনে কিছুটা ভাঁটা পড়েছিল।

কথিত প্রেমিকের সঙ্গে মধুমিতার অবকাশ যাপনের ছবি প্রকাশ‌্যে

কিন্তু আবারো শুরু হয়েছে জোর জল্পনা। এর সূত্রপাত এই প্রেমিক যুগলের কয়েকটি ছবিকে কেন্দ্র করে। সম্প্রতি একটি ট্রাভেল অ্যাজেন্সি তাদের ফেসবুকে তারকা জুটির কয়েকটি ছবি পোস্ট করেন। প্রতিষ্ঠানটি এও জানায়, মধুমিতা-সৌরভ দাসের পাহাড় ভ্রমণের ছবি। এরপর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে ছবিগুলো মুছে ফেলে প্রতিষ্ঠানটি। কিন্তু ততক্ষণে যা হওয়ার তাই হয়েছে! প্রকাশিত এসব ছবি দেখে প্রশ্ন থেকে যায়Ñসত্যি কী তারা ছুটি কাটাতে গিয়েছিলেন, নাকি কোনো শুটিং করতে? এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২০ সালের নভেম্বরে সত্যিই ওই ট্রাভেল অ্যাজেন্সির সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সৌরভ দাস-মধুমিতা। কিছুদিন একসঙ্গে ছিলেন তারা। ছবিগুলো ট্রাভেল অ্যাজেন্সির পক্ষ থেকে তোলা হয়েছিল।‘চিনি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন মধুমিতা সরকার ও সৌরভ দাস। এ সিনেমার শুটিং সেট থেকেই তাদের সম্পর্কের সূচনা বলে জানা যায়।