অনলাইন ডেস্ক :
ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ সিনেমার সাফল্যে প্রশংসায় ভাসছেন নির্মাতা রায়হান রাফী। এ মধ্যে ‘দামাল’ সিনেমা মুক্তি ঘোষণা দিলেন নির্মাতা রায়হান রাফি। ২৮ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি। মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প ঘিরে নির্মিত হয়েছে ‘দামাল’। ফরিদুর রেজা সাগরের গল্পে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও রায়হান রাফি। এরইমধ্যে প্রকাশ করা হয়েছে ‘দামাল’ সিনেমার প্রথম গান। সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাতা ও অভিনয়শিল্পীরা। প্রচারণার অংশ হিসেবে গত রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রাজ-মিমের ছবি পোস্ট করেছেন রায়হান রাফি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাজ মিম এর পরাণে বিয়ে হয় নাই তো কি! এবার হবে….। ২৮ অক্টোবর আপনাদের সবার দাওয়াত রইলো সিনেমাহলে। অন্যদিকে ছবিটিতে দেখা যায়- বর-কনে সাজে পাশাপাশি দাঁড়িয়ে আছেন রাজ-মিম। জানা গেছে, ‘দামাল’ সিনেমায় সব মিলিয়ে ৫ শতাধিক অভিনয়শিল্পী কাজ করেছেন। সিনেমার ক্রিয়েটিভ প্রোডিউসার আবু শাহেদ ইমন জানান, মহান মুক্তিযুদ্ধে গৌরবের অনেক ঘটনার মধ্যে স্বাধীন বাংলা ফুটবল দলও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ২০২১ সালে আমরা স্পর্শ করেছে স্বাধীনতার পঞ্চাশ বছর। স্বাধীন বাংলাদেশের এ পথচলায় এটি গুরুত্বপূর্ণ সিনেমা হয়ে থাকবে বলেও তিনি আশা করেন। ‘দামাল’ সিনেমায় রাজ-মিম ছাড়াও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সুমিত, শাহনাজ সুমি, নাজমুস সাকিবসহ আরও অনেকে।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত