অনলাইন ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে এই সিরিজে অস্ট্রেলিয়া পাচ্ছে না অলরাউন্টার মার্কাস স্টয়নিসকে। সেপ্টেম্বরের শুরুতে পাওয়া চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি স্টয়নিস। বুধবার টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। ৯ অক্টোবর থেকে শুরু হবে সেই সিরিজ। চোটের পরও স্টয়নিসকে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। কিন্তু শেষ পর্যন্ত স্টয়নিসের ফেরা নিয়ে শঙ্কা থাকছেই। ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন না নিয়েই ইনজুরি-এনফোর্সড পরিবর্তন করার ডেডলাইন ১৫ অক্টোবর পর্যন্ত। সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনকে আরো বাজিয়ে দেখার সময় পাচ্ছে।
আরও পড়ুন
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম