বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে মঙ্গলবার সকালে ট্রলারডুবির ঘটনায় ২৯ জন রোহিঙ্গা শরণার্থীসহ ৩৩ জনকে আটকের দাবি করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
ঢাকার কোস্টগার্ড সদরদপ্তরের এক কর্মকর্তা জানান, টেকনাফের বাহারছড়া এলাকায় সকাল ৬টার দিকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারটি উল্টে যায়।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ডের সদস্যরা সমুদ্র থেকে ২৯ রোহিঙ্গা এবং চার বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে।’
কোস্টগার্ড কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে তারা কোস্টগার্ডকে জানায় যে অবৈধভাবে তারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। ৩৩ জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটকদের পুলিশে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগের এমপি শম্ভুর জমি ক্রোক, ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ
খুলনা বিএল কলেজে পরীক্ষার প্রশ্নে ‘ধানমন্ডি ৩২’ ও ‘শেখ মুজিব’, প্রতিবাদে ছাত্রদের মানববন্ধন
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে সেলাই মেশিন ও গাছের চারা বিতরণ