অনলাইন ডেস্ক :
এবারের নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলো শ্রীলঙ্কা। মঙ্গলবার (৪ঠা অক্টোবর) নিজেদের তৃতীয় থাইল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে টানা এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লঙ্কানরা। সিলেটের আউটডোর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নাম শ্রীলঙ্কা। শুরুতেই শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই হার্শিথা ও চামারি আতাপাত্ত। এই দুজনের ব্যাট থেকে উদ্বোধনী জুটিতে আসে ৬৩ রান। ১৮ বলে ১২ রান করে আউট হন আতাপাত্ত। এরপর দ্রুত বিদায় নেন ক্রিজে নতুন আসা হাসিনি পেরেরা। এরপর নিলাকশি ডি সিলভার সঙ্গে ৬১ রানের জুটি গড়েন ওপেনার হার্শিথা। দলীয় ১৩৯ রানে ৬৯ বলে সর্বোচ্চ ৮১ রান করে সাজঘরে ফেরেন হার্শিথা। এরপর দ্রুত আরও দুই উইকেট পতন হলে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। থাইল্যান্ডের পক্ষে ২ উইকেট নেন পুথাওং। ১৫৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। এরপর রানের গতির সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে না পারায় থাইল্যান্ডের ইনিংস থামে ৫ উইকেটে ১০৭ রানে। অধিনায়ক সুথিরুং ৪২ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে দুই উইকেট নেন আচিনি কুলাসুরিয়া। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে লঙ্কান মেয়েরা।
আরও পড়ুন
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম