January 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 4th, 2022, 7:31 pm

অবসরের ঘোষণা দিলেন হিগুয়েন

অনলাইন ডেস্ক :

আর্জেন্টাইন ফুটবল তারকা গঞ্জালো হিগুয়েন খেলোয়াড়ি জীবনের ইতি টানতে চলেছেন। গত সোমবার তিনি ঘোষণা দিলেন, চলতি মৌসুমের শেষেই বুটজোড়া তুলে রাখবেন ৩৪ বছর বয়সী এই তারকা। অবসরের ঘোষণার সময় চোখের জল ধরে রাখতে পারেননি হিগুয়েন। তিনি বলেন, ‘দুর্দান্ত একটি ক্যারিয়ার পেয়েছি, আমার মনে হয় ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। যারা আমার প্রতি বিশ্বাস করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ফুটবলকে বিদায় বলার দিন এসে গেছে, যে পেশা আমাকে অনেক কিছু দিয়েছে এবং এর সঙ্গে ভালো-মন্দ মুহূর্তগুলোর অভিজ্ঞতা পাওয়া ছিল দারুণ অনুভূতির। ’বর্তমানে হিগুয়েন খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির হয়ে। চ্যাম্পিয়ন হিসেবে অবসর নিয়ে সতীর্থদের সেরা উপহার দিতে চান তিনি, ‘আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার সতীর্থদের সাহায্য করা। আমি মনে করি অবসরের আগে আমার সতীর্থদের যে সেরা উপহার দিতে পারি সেটা হলো তাদের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়া। আমি জানি হাতে এখনও দুটি ম্যাচ আছে এবং আমরা আশা করি ভক্তরা স্টেডিয়ামে উপচে পড়বে কারণ এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ’আর্জেন্টিনার হয়ে ৭৫ ম্যাচে ৩১টি গোল করেছেন হিগুয়েন। ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে বেশ কয়েকটি সুযোগ মিস না করলে বিশ্বকাপজয়ী দলের সদস্যও হতে পারতেন এই ফরোয়ার্ড।