অনলাইন ডেস্ক :
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নেপালের তারকা স্পিনার সন্দীপ লামিচানে। বৃহস্পতিবার নেপালের ত্রিভুন আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পর তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানবন্দরে নামার সময় লামিচানেকে গ্রেপ্তার করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে ধর্ষণের গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পূর্ণ ঘোষণা অনুযায়ীই দেশে ফিরেছেন লামিচানে। বৃহস্পতিবার লামিচানে তার ভেরিফাইড ফেসবুক পেইজে জানান, ‘তদন্তের সমস্ত পর্যায়ে সম্পূর্ণ সহযোগিতা’ করতে নেপালে ফিরে যাবেন তিনি। একই পোস্টে লামিচানে বলেন, ‘নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আইনি লড়াই লড়ব।’ উল্লেখ্য যে, গত আগস্টে ১৭ বছরের এক কিশোরী ২২ বছর বয়সী লামিচানের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। নিজেকে লামিচানের ভক্ত হিসেবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে, গত ২১ আগস্ট লামিচানের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি ধর্ষণের শিকার হন। মেয়েদের হোস্টেল আটটার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় হোটেলে লামিচানের সঙ্গে রাত কাটাতে বাধ্য হন ওই কিশোরী। প্রথমে তিনি আলাদা ঘরে থাকতে চাইলে সেটি হতে দেননি লামিচানে। তার বদলে নিজের ঘরে ডেকে এনে ওই কিশোরীকে দুই বার ধর্ষণ করেন। ওই কিশোরীর বাবা-মা অভিযোগ জানানোর পর পুলিশ তদন্ত করে এই তথ্য জানতে পেরেছে।
আরও পড়ুন
মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম
চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে ‘পাকিস্তান’ লেখা নিয়ে আপত্তি ভারতের, খেপেছে পিসিবি
মালানের সঙ্গে কী হয়েছিল মাঠে, নিজেই জানালেন তামিম