January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 7th, 2022, 7:19 pm

প্রেমিকার সঙ্গে গ্রিসে উড়াল দিলেন দেব

অনলাইন ডেস্ক :

গত মার্চ মাসে প্রেমিকাকে নিয়ে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছিলেন টলিউড অভিনেতা ও তৃণমূল সাংসদ দেব। তারপর কেটে গেছে সাত মাস। ফের প্রেমিকাকে নিয়ে গ্রিসে উড়ে গেলেন এই নায়ক। মূলত, দেব-রুক্মিনির ইনস্টাগ্রামে পোস্ট করা একাধিক ছবি ও ভিডিওকে কেন্দ্র করে একসঙ্গে গ্রিস ভ্রমণের খবরের সূচনা। একসঙ্গে ছবি না দিলেও, আলাদা আলাদা একই জায়গায় তোলা ছবি দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবারের অবকাশ যাপনও একইসঙ্গে করছেন। গ্রিসের সান্তোরিনি, মাইনোকোসে ছুটি কাটাচ্ছেন এই তারকা জুটি। এবারই প্রথম নয়, গত বছরও মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন দেব-রুক্মিনি। সেই সময়েও একসঙ্গে তোলা ছবি না দিয়ে, একই সময় একই জায়গায় তোলা ছবি শেয়ার করে বুঝিয়ে দিয়েছিলেন একসঙ্গে আছেন তারা। এরপর একই বছর আইসল্যান্ডে ঘুরতে যান তারা। একাধিকবার তাদের বিয়ের গুঞ্জনও উঠেছে। যদিও তারা ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেছেন। ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা।