অনলাইন ডেস্ক :
কিছুদিন আগেই হলিউডের অ্যাকশন হিরো টম ক্রুজ কোনো স্টান্ট ছাড়া প্লেন ধরে খোলা আকাশে ঝুলে থেকে চমকে দিয়েছেন ভক্তদের। এবার আরও বড় চমক নিয়ে আসছেন অভিনেতা। জানা গেছে, পৃথিবীর বাইরে শুটিং করে হলিউডে রেকর্ড গড়তে যাচ্ছেন টম ক্রুজ। এনওয়াই পোস্টের রিপোর্টে জানা গেছে, নির্মাতা ডগ লিমানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটি ছবিতে অভিনয় করবেন টম ক্রুজ। এই ছবির শুটিং হবে মহাকাশে। সেখানে স্পেস স্টেশনে থাকবেন তিনি। এই বিষয়ে অভিনেতা ও নির্মাতা ইউনিভার্সাল ফিল্মড এন্টারটেইনমেন্ট গ্রুপের সঙ্গে কথা বলেছেন। সব ঠিক থাকলে রকেটে চড়ে মহাকাশে শুটিং করতে যাবেন টম ক্রুজ। টম ক্রুজের সাহস সম্পর্কে সবারই জানা। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও কাজটি করতে চান অভিনেতা। সব ধরণের অনুমতি পেলে মহাকাশে থাকার প্রশিক্ষণ নিয়ে শুটিং শুরু করবেন টম ক্রুজ। সবকিছু পরিকল্পনা মত এগোলে, রেকর্ড গড়তে চলেছেন অভিনেতা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান