অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাসহ বেশ কিছু অঙ্গরাজ্যে ডেল্টার প্রভাবে বাড়ছে সংক্রমণ। দেশটিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।
দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে এখনই বিশ্বজুড়ে ডেল্টা সবচেয়ে প্রভাবশালী হলেও সামনের দিনগুলোতে তা আরও ভয়ংকর হয়ে উঠতে পারে। ডেল্টার সংক্রমণ বিশ্বজুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
চীনের এক গবেষণার বরাত দিয়ে রয়টার্স জানায়, অন্যান্য ধরনের তুলনায় ডেল্টা মানুষের দেহে ১ হাজার গুণ বেশি ভাইরাস তৈরি করে। যুক্তরাজ্যের পর সেপ্টেম্বর থেকে নাগরিকদের বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা করেছে জার্মানি। সংক্রমণ বেড়ে যাওয়ায় বেইজিংয়ে কঠোর বিধি নিষেধ আরোপ করেছে দেশটির সরকার। করোনা শনাক্ত হওয়া শহরগুলোর সঙ্গে বন্ধ করে দেয়া হয়েছে বাস, ট্রেন ও আকাশ যোগাযোগ। পর্যটকদের প্রবেশ দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম
এক মিনিটেই ৫৭ চলন্ত পাখা জিভ দিয়ে থামিয়ে গিনেস রেকর্ড