January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 10th, 2022, 9:15 pm

১৫ অক্টোবর ঢাকা সফরে আসছেন ব্রুনাইয়ের সুলতান

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ তিন দিনের সফরে আগামী ১৫ অক্টোবর ঢাকায় আসছেন। প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন তিনি।সুলতানের ঢাকা সফরকালে চার থেকে পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। সোমবার (১০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, ব্রুনাইয়ের সুলতানের ১৪ অক্টোবর ঢাকার আসার কথা ছিল। তবে এই সফর একদিন পিছিয়েছে। তিনি ১৫ অক্টোবর আসবেন। সূত্র জানায়, ব্রুনাইয়ের সুলতান ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি। সুলতানের সফরকালে কর্মী নিয়োগ, জ¦ালানি, বাণিজ্য, কৃষি ও মৎস্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এ ছাড়া ঢাকা-ব্রুনাই সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে সমঝোতা হবে। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সঙ্কট চলছে। সে কারণে ব্রুনাই থেকে জ¦ালানি তেল আমদানি করতে আগ্রহী বাংলাদেশ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত ২৯ আগস্ট ব্রনাই সফর করেন। সে সময় ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন। সে সময় ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে সুলতানের সফর বিলম্বিত হয়।