নারায়ণগঞ্জের আড়াইহাজারে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষার্থীসহ দু’জন নিহত ও চারজন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ রূপগঞ্জের নাইম মিয়ার ছেলে ও আড়াইহাজারের সরকারি সফর আলী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। নিহত অন্যজনের পরিচয় জানা যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, নারায়ণগঞ্জ শহর থেকে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নরসিংদীর দিকে যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা এলাকায় নরসিংদী থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত