January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 12th, 2022, 7:00 pm

এভাবে পরিচিত হতে চাননি, দুঃখ স্কারলেটের!

অনলাইন ডেস্ক :

ক্যারিয়ারের শুরু থেকেই আবেদনময়ী সুন্দরীর খেতাবে অনেকটাই আক্ষেপ প্রকাশ করেছেন স্কারলেট জোহানসন। কারণ হিসেবে তিনি জানান, এসেছিলেন অভিনয় দেখাতে কিন্তু দর্শকরা বারবার তার সৌন্দর্যেই বেশি মুগ্ধ হয়েছেন। অথচ স্কারলেটের পরিচিতি এখন শুধু নিজ দেশেই সীমাবদ্ধ নেই। হলিউডের এই সুন্দরী অভিনেত্রীর তারকাখ্যাতি এখন সর্বত্র। অভিনয় জগতে যে একেবারে ব্যর্থ তাও কিন্তু নয়। সুন্দরী এই অভিনেত্রী দুবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। বিশ্বের সেরা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় বহুবার নাম উঠেছে তার। দক্ষ অভিনয়শৈলীর জন্য বাফতায় ৫ বার এবং গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও একবার মনোনীত হন স্কারলেট। তবে ৩৭ বছর বয়সী এই হলিউড অভিনেত্রীর আক্ষেপ নিজের পরিচয় দক্ষ অভিনয়শিল্পীর চেয়ে সুন্দরী, আবেদনময়ী হওয়ায়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, স্কারলেটের এ কারণেই অনেক ভালো ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ ঘটেনি। বরং এমন চরিত্রেই অভিনয় বেশি করেছেন যেখানে তার রূপ আর সৌন্দর্যকেই বেশি ব্যবহার করা হয়েছে। অথচ অভিনয়কে ভালোবেসে সেই কিশোরী বয়স থেকে অভিনয় করে আসছেন স্কারলেট। দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ার জীবনে নিজের পছন্দমতো কোনো চরিত্রে অভিনয় করতে না পারার এই কষ্ট এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন।