অনলাইন ডেস্ক :
গেল বছর নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন সময় গুঞ্জন উঠেছে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রেম ও বিয়েকে কেন্দ্র করে। সেই গুঞ্জনেই এবার ইতিবাচক ইঙ্গিত দিলেন অভিনেত্রী। সপ্তাহখানেক আগেই সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎই বিরতি নিয়েছিলেন সামান্থা। যদিও কারণ অজানা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফিরেই এক অদ্ভুত পোস্ট করলেন অভিনেত্রী, যা নিয়েই জলঘোলা করা শুরু করেছে তার অনুরাগীরা। কামব্যাক পোস্টে একটি ছবি শেয়ার করেছেন সামান্থা। যেখানে দেখা যাচ্ছে কালো টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন তিনি। যদিও ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। আসলে এই ছবির মূল ফোকাসই হল টি-শার্টে থাকা কোটেশন। যেখানে লেখা আছে, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’। বাংলা করলে দাঁড়ায় ‘তোমায় কখনোই একলা চলতে হবে না।’ এখন অনেকের মনেই প্রশ্ন, তাহলে কি মনের মানুষ খুঁজে পেয়েছেন সামান্থা! যদিও ‘কফি উইথ করণ’ এর ৭ নম্বর সিজনে অক্ষয় কুমারের সঙ্গে এসে অভিনেত্রী জানিয়েছিলেন, ভালোবাসার জন্য তিনি এখন মোটেও প্রস্তুত নন, হৃদয়ের দরজা এখন তার বন্ধই। আবার মাঝে খবর রটেছিল সদগুরু নাকি বদলে ফেলেছেন সামান্থার ভাবনাচিন্তা। তাকে প্রস্তুত করেছেন দ্বিতীয় বিয়ের জন্য। এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গড়ায়। সূত্র: জি নিউজ
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা