অনলাইন ডেস্ক :
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে জুটি বাঁধলেও এখন পর্যন্ত কোন বিজ্ঞাপনে একসাথে দেখা যায়নি হালের দুই জনপ্রিয় তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। এবারই প্রথমবারের মত একসঙ্গে বিজ্ঞাপনে জুটি বেঁধেছেন ‘চিরকাল আজ’ খ্যাত এই জুটি। দারাজ প্রমোশনাল ক্যাম্পেইনের এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সামিউর রহমান। সদ্যই রাজধানীর নাইন এ- অ্যা হাফ স্টুডিওতে বিজ্ঞাপনের শুটিং শেষ হয়েছে। ইনডি রিলসের ব্যানারে নির্মিত এ বিজ্ঞাপনটি চলতি মাসের শেষের দিকে টেলিভিশনে প্রচারিত হবে বলে জানা যায়। মেহজাবীন চৌধুরী বলেন, দারাজের বিভিন্ন প্রমোশনাল ক্যাম্পেইনে আগে অংশ নিলেও কখনও তাদের বিজ্ঞাপন করা হয়নি। এবারই প্রথম। শুধু তাই নয়, নিশো ভাইয়ার সঙ্গেও এটা আমার প্রথম কোন বিজ্ঞাপন, এমনকি ইনডি রিলসের সঙ্গেও। খুব সুন্দর একটি কনসেপ্টে কাজটি হয়েছে, বেশ উপভোগ্য। পুরো টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ভালো। নির্মাতা সামিউর রহমান বলেন, নিশো ভাই এবং মেহজাবীন আপু দুজনেই গুণী শিল্পী এবং তাদের পারফরম্যান্সে বরাবরই মুগ্ধ। তাদের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। প্রথম কাজ হলেও ওঁরা এত বেশি সাপোর্টিভ ছিলেন যে মনেই হয়নি তাদের সঙ্গে প্রথম কাজ করছি! এক কথায় অসাধারণ একটা টিম নিয়ে কাজ করেছি এবং চমৎকার অভিজ্ঞতা।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা