অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী মুক্তির এক দিন আগে ভারতে মুক্তি পাবে হলিউড তারকা ডোয়াইন জনসনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। ওয়ার্নার ব্রোস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উত্তেজনাপূর্ণ সংবাদটি শেয়ার করেছেন এবং ঘোষণা করেছেন যে সিনেমাটি ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলুগুতে মুক্তি পাবে। বিশ্বব্যাপী ২১ অক্টোবর মুক্তি পাবে ‘ব্ল্যাক অ্যাডাম’। স্টুডিওটি একটি টুইট বার্তায় লিখেছে, ‘‘নিজেকে মজবুত করুন, কারণ ‘ব্ল্যাক অ্যাডাম’ এক দিন আগে আসছে! ২০ অক্টোবর থেকে ভারতের সিনেমা হলগুলোতে ইংরেজি, হিন্দি, তামিল এবং তেলুগুতে ‘ব্ল্যাক অ্যাডাম’ দেখুন। ‘ব্ল্যাক অ্যাডাম’ হলো ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর স্পিন-অফ। চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিক্সে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়। ‘জঙ্গল ক্রুজ’ পরিচালক জাউমে কোলেট-সেরা পরিচালিত ও ডোয়াইন জনসন অভিনীত ‘ব্ল্যাক অ্যাডাম’ সিনেমাটিতে হকম্যানের চরিত্রে অ্যালডিস হজ, অ্যাটম স্ম্যাশারের চরিত্রে নোয়া সেন্টিনিও, সাইক্লোন চরিত্রে কুইন্টেসা সুইন্ডেল এবং ডক্টর ফেট চরিত্রে পিয়ার্স ব্রসনান অভিনয় করেছেন। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অ্যাডাম স্টাইকিয়েল, ররি হেইনস এবং সোহরাব নশিরভানি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
আরও পড়ুন
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’
প্রতিবছরই এভাবেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানান: তমালিকা