নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলা এবং ভাঙ্চুর চালিয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকরা। শুক্রবার (১৪ অক্টোবর) সকালের দিকে এ ঘটনা ঘটে। কশাচালকরা বেশ কয়েকটি পুলিশ বক্সে ভাঙচুর চালিয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। ডিএমপি মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার ইলিয়াস হোসেনএ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও বিভিন্ন সময় ব্যাটারিচালিত রিকশাগুলো রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে চলাচল করতে দেখা যায়। এগুলো প্রধান সড়কে চলাচল করতে দেখলে আমরা সেগুলোকে জব্দ করে ডাম্পিংয়ে পাঠাই। শুক্রবারও (১৪ অক্টোবর) সকালের দিকে মিরপুর পল্লবী এলাকায় বেশ কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়। খবর পেয়ে রিকশা চালকরা একত্র হয়ে এসে বেশ কয়েকটি পুলিশ বক্সে হামলা চালায় উল্লেখ করে তিনি জানান, ভাঙ্চুরের শিকার হয় সাগুফতা ট্রাফিক পুলিশ বক্স, কালশি ট্রাফিক পুলিশ বক্স, মিরপুর ১২ নম্বর ট্রাফিক পুলিশ বক্স, অরিজিনাল ১০ ট্রাফিক পুলিশ বক্স ও মিরপুর ১০ নম্বর ট্রাফিক পুলিশ বক্স। এসময় আইডিয়াল কলেজের সামনে ডিউটি রত একজন ট্রাফিক কনস্টেবল এর উপর হামলা চালায় এবং একটি মোটরসাইকেল ও ভাঙচুর করে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। সহকারী পুলিশ কমিশনার ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবে। কারা এ ধরনের হামলার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে