অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা ৬৫ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। বৈশ্বিক ডাটা অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৯৭ লাখ তিন হাজার ৯১৩ জন এবং মারা গেছেন ৬৫ লাখ ৭০ হাজার ৮৬৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৬৪১ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯০ হাজার ৩৭৪ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৪২৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৮৭৪ জনে।
আরও পড়ুন
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
ঢাবি ভিসিকে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিল ছাত্রদল
প্রধানমন্ত্রীর পর নেপালের প্রেসিডেন্টের পদত্যাগ